ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে থাকতে পারে ইরান সহ পাঁচ দেশ

০৬ জানুয়ারি ২০২৬   09:02 PM(২ দিন আগে)   127 Views
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে থাকতে পারে ইরান সহ যে পাঁচ দেশ

ট্রাম্পের হুমকি প্রদানের পর যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে।  আর পর থেকে অন্য যে সকল রাষ্ট্রকে হুমকি প্রদান করেছেন, সেই সকল রাষ্ট্রে হামলা হতে পারে আশংকা করছে। যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে, তার  মধ্যে রয়েছে। 

১। ইরান 

২। গ্রিনল্যান্ড

৩। কলম্বিয়া

৪। মেক্সিকো

৫। কিউবা

Suggestion View all